‘ভয়’ নামের আদিম অনুভূতিটি মানুষের পিছু ছাড়ে না কখনোই। আলোকিত কফিশপে মুঠোফোনের অলস স্ক্রলিং থেকে শুরু করে গভীর রাতের নির্জন মহাসড়ক; ভয় আমাদের আক্রান্ত করতে পারে যে কোনো মুহুর্তে। আর ভয় হয়ে উঠতে পারে আতঙ্ক, যদি তা হয় ব্যাখ্যাহীন। আমাদের আটপৌরে জীবনের সাজানো ছকও মুহুর্তে বদলে যেতে পারে অমন ব্যাখ্যাহীনতার মুখোমুখি হলে। কখনো ফ্যান্টাসি, কখনো অতি-চেনা প্রযুক্তি আর কখনো অতিপ্রাকৃত কিছুকে আশ্রয় করে এই সংকলনের গল্পগুলো খুঁজতে চেয়েছে তেমন কিছু ব্যাখ্যাহীনতার সম্ভাবনা।